1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

সিলেটে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা একই দলের বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মী বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহত ব্যক্তি এমদাদুল ইসলাম মিজান সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্রে জানা যায়, গত বুধবার (২ জুলাই) বিকেলে সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে ধরে পার্শ্ববর্তী দর্শনদেউরি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, কয়েকজন যুবক নগরের আম্বরখানা এলাকা থেকে মিজানকে ধরে নিয়ে যান। পরে দর্শনদেউরি এলাকায় নিয়ে গিয়ে এক প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে তার ওপর হামলা চালানো হয়। ঘটনার পর তার মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। এখনই বিস্তারিত কিছু বলবো না। তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট