1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২০০১ সালের আসন ফেরত চান কয়েক জেলার বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তৃতীয় দিনের শুনানিতে অংশ নিয়ে ২০০১ সালের আসন ফেরত দেওয়ার দাবি তুলেছেন কয়েক জেলার বাসিন্দারা। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ ও দোহার এলাকার অংশগ্রহণকারীরা জানান, ২০০৮ সালে কেটে নেওয়া আসন পুনরুদ্ধার না হওয়ায় তারা ক্ষুব্ধ।

ঢাকার সাভার ও আশুলিয়ার বাসিন্দারা পৃথক আসনের দাবি জানান। অন্যদিকে গাজীপুরে একটি আসন বাড়ানোয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির কয়েকজন স্থানীয় নেতা।

এদিন ঢাকার-২, ৩ ও ১৯, নারায়ণগঞ্জ-৩ ও ৫সহ একাধিক আসনের সীমানা পরিবর্তন নিয়ে পক্ষ–বিপক্ষ যুক্তি উপস্থাপন করেন আবেদনকারীরা।

মঙ্গলবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার মোট ২৮টি আসনের ওপর ৩০৯ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে খসড়া সীমানার বিরুদ্ধে ছিল ২৫৯টি এবং পক্ষে ছিল ৫০টি আবেদন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন মাহমুদ ও চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট