1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

সুন্দরগঞ্জে হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ২ জন কারাগারে

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল হক সরদার সহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের আদালত তাদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

জহুরুল হক সরদার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অপরজন সুন্দরগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মারুফ হোসেন বাদল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। দীর্ঘ সাড়ে ১০ বছর পর, ২০২৪ সালের অক্টোবর মাসে নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি এবং জহুরুল হক সরদারসহ ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

মামলার দুই আসামি জহুরুল হক সরদার ও মারুফ হোসেন বাদল হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তারা বুধবার গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করেন। তবে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদ হোসেন খাঁন বলেন, “শাহাবুল ইসলাম হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত জহুরুল হক সরদার ও মারুফ হোসেন বাদল আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমরা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট