1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

সেতুর মধ্যে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দা-পাঁচগাঁও সড়কের কলমাকান্দা সরকারি কলেজ সংলগ্ন এলাকায় একটি সেতুর মাঝখানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে।

 

জানা গেছে, চার মাসে আগে বালুভর্তি একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় এর মাঝের অংশ ধসে যায়। পর্যায়ক্রমে তা আরও বড় হতে থাকে। বর্তমানে এ সেতু দিয়ে পার হতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা।  প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

 

রোববার সরেজমিনে দেখা গেছে, ২০ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া সেতুটির মাঝামাঝি অংশে তিন থেকে চার ফুট চওড়া গর্ত হয়েছে। আর এ সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক বলেন, ‘সেতুটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

 

কলমাকান্দা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, ‘সেতুটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  কয়েকদিনের মধ্যে সেতুটি সংস্কার করে দেওয়া হবে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট