1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

সোনাইমুড়ীতে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কেটে পানি নিষ্কাশন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আজ এক বড় ধরনের অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার ( ১৭ জুলাই ) দিনব্যাপী উপজেলার দেউটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজার ও এর আশপাশের এলাকায় পরিচালিত এই অভিযানে ১০টি পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সাথে, জলাবদ্ধতা দূর করতে ৫টি বাড়ির রাস্তা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক স্বস্তি এনেছে।

‎সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত এবং নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে সোনাইমুড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।

‎সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার জানিয়েছেন, উপজেলার জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রয়োজনীয় বাঁধগুলো কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর। এই পদক্ষেপের ফলে জনগণ জলাবদ্ধতার কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার আশায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট