1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

স্ত্রীর পরকীয়ার জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

খুলনায় স্ত্রীর পরকীয়ার জেরে প্রতিবেশী আবদার শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মনির শেখের বিরুদ্ধে। একই ঘটনায় স্ত্রী তানজিলাকে কুপিয়ে গুরুতর আহত করেছেন তিনি। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবনী উপজেলায় ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদার শেখ এবং মনির শেখ একই গ্রামের বাসিন্দা। মনির শেখের স্ত্রী তানজিলার পরিচয় হয় ডাব বিক্রেতা আবদার শেখের সঙ্গে। পরে তাদের মধ্যে সম্পর্ক হয়। বৃহস্পতিবার রাতে মনির শেখ বাড়ি ফিরে দা দিয়ে আবদার শেখ এবং স্ত্রী তানজিলাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে মনির ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা ডাক চিৎকার শুনে তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে আবদার শেখের মৃত্যু হয়। আর আহত তানজিলাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মনির শেখ আটক করা যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা হয়েছে। আবদার শেখের মাথায় এবং মুখে কয়েকটি গভীর আঘাতে চিহ্ন রয়েছে এবং তানজিলার শরীরের একাধিক স্থানে আঘাত রয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট