1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ২টার মধ্যে জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না পেলে কঠোর আন্দোলন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচির দশম দিন অতিবাহিত হচ্ছে মঙ্গলবার (২৮ জানুয়ারি)। দুপুর ২টার মধ্যে দাবি বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না এলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

মঙ্গলবার দুপুরে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের সময় এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তারা স্লোগান দেন ‘উই ওয়ান্ট জাস্টিস, জাতীয়করণের ঘোষণা দিতে হবে, দিতে হবে’।

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) দাবি বাস্তবায়নের ঘোষণার আল্টিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, আমরা শিক্ষকরা ধৈর্য ধরছি। আশা করছি শিক্ষকদের আন্দোলনে সরকার একাত্মতা ঘোষণা করে দাবির প্রতি সম্মান প্রদর্শন করবে, দাবি মেনে নেবেন।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামছুল আলম বলেন, আমাদের আন্দোলন চলছে। আল্টিমেটাম ২টা পর্যন্ত। আমরা এই দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে পুলিশি হামলা, নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু রাজপথ ছাড়িনি। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।

ময়মনসিংহ জেলা শিক্ষক ঐক্যজোটের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসাইন বলেন, আমরা অধিকাংশই বিনা বেতনে চাকরি করছি। এর আগে অনেক সরকারই ক্ষমতায় এসেছে, দাবি আদায়ের প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু কখনো বাস্তবায়ন করা হয়নি। জাতীয়করণ না হওয়ায় হাজার হাজার শিক্ষক মানবেতর জীবন-যাপন করছি। ৭ দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি, আর শাহবাগে ৩ দিন। ১০ দিনেও আমাদের জাতীয়করণের আশ্বাস ছাড়া সুনির্দিষ্ট ঘোষণা পাইনি। সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া আমরা এবার ঢাকা ছাড়ছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট