সৌদি আরবের মক্কায় হজে গিয়ে মো. আবুল কালাম আজাদ (৬৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ মে) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ।
নিহত আবুল কালাম আজাদ নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন।
অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ ঢাকা পোস্টকে বলেন, আমার ছোট মামা আবুল কালাম আজাদ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পরিবারসহ সৌদি আরবে গিয়েছিলেন। গতকাল রাতে মক্কা শরীফে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
তিনি আরও বলেন, মৃত্যুর সময় তার স্ত্রী মক্কায় তার সঙ্গে ছিলেন। মরহুমের জানাজা ও দাফন সৌদি আরবেই সম্পন্ন হবে বলে জানা গেছে। সবাই মামাকে ক্ষমা করবেন এবং তার জন্য দোয়া করবেন, যাতে মহান আল্লাহ তার হজ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করেন।
Leave a Reply