জামালপুরের বকশীগঞ্জে বিদ্যালয়ের ৬তলা ভবন থেকে সাথিয়া জান্নাত আলো (১৩) নামে এক শিক্ষার্থীর ঝাঁপ দেওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে বকশীগঞ্জের সরকারি উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী সাথিয়া জান্নাত আলো বকশীগঞ্জ পৌর এলাকার জেলখানা রোডের বাবু মিয়ার মেয়ে ও ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আহত শিক্ষার্থী ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাথিয়া জান্নাত আলো বিকেলের দিকে বিদ্যালয়ের ৬তলা থেকে ঝাঁপ দেয়। এ সময় ওই ছাত্রীর সহপাঠীরা চিৎকার করলে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাথিয়া জান্নাত আলোকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তবে কি কারণে ৭ম শ্রেণির ওই শিক্ষার্থী বিদ্যালয়ের ৬তলা থেকে ঝাঁপ দিয়েছে তার সঠিকভাবে জানা যায়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। তাই তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, একজন ছাত্রী ৬তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আহত হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply