1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

হাটের টেন্ডার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

রাজশাহীর পবায় হাটের টেন্ডার নিয়ে বিএনপির  দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডারের কাগজপত্র লুট করে নিয়ে গেছে একপক্ষ। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে আছে। এর এক পাশ খোলা এবং ভেতরে কারও দরপত্র নেই। সব লুট হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

জানা গেছে, বাংলা ১৪৩২ বঙ্গাব্দের জন্য গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। এদিন পবার খড়খড়ি হাটকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এর ফলে এই ককটেলবাজি ও টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সময় ছুরিকাঘাতে শাকিলুর রহমান রন (৪২) নামে একজন আহত হন। তিনি নগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার সাইফুল ইসলামের ছেলে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, দলীয় দুই গ্রুপের মধ্যে টেন্ডার বাক্স লুট ও ককটেল বিস্ফোরণ করার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুরো বিষয়টি এখনো জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ রয়েছে। এ বিষয়ে মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট