1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

হাতকড়া খুলে পালানো সেই ধর্ষক আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

ঢাকার জজ কোর্টের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া গণধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত ২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোয়াতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে র্যাব-১৪ সদর দপ্তরের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার শহিদুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের মো. রোকন মিয়ার ছেলে।

র্যাব জানায়, ১৭ ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার এক চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ১২ আসামিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার সময় শহিদুল কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। পরবর্তীতে এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় পেনাল কোডের ২২৪ ধারায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন চেষ্টার পরও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে পারেনি। এ অবস্থায় ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমের বেতার বার্তার ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল অভিযান শুরু করে। একাধিক অভিযানের পর বুধবার রাতে শহিদুলকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট