প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:৩১ এ.এম
হাদির মৃত্যু : বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
শরীফ ওসমান হাদির মৃত্যুতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত বরিশাল নগরের চৌমাথা এলাকায় এ অবরোধ চলে।অবরোধের কারণে রাজধানী ঢাকার সঙ্গে পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও পায়রা বন্দরসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আরো পড়ুন
ওসমান হাদির মৃত্যুতে খুবি উপাচার্যের শোক ও দোয়ার আয়োজন
এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। রাত পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে কর্মসূচি শেষ করেন তারা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত। বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত