1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

হামজাকে প্রশংসায় ভাসাল প্রতিপক্ষও

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

এই এক বছর আগেও ভুটানের কাছে হারের কবলে পড়েছিল বাংলাদেশ। সেই ভুটানের বিপক্ষে বুধবার রাতে রীতিমতো ছড়ি ঘুরিয়েছে কোচ হাভিয়ের কাবরেরার দল। তার প্রধান কারণ হিসেবে  ভুটান কোচ আৎসুশি নাকামুরা দেখছেন হামজা চৌধুরীকে। ম্যাচ শেষে তাই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডারকে প্রশংসায় ভাসালেন তিনি।

ঘরের মাঠে হামজার অভিষেক ছিল গতকাল। এই ম্যাচে তিনি গোল করতে সময় নেন মোটে ৬ মিনিট। এই গোল করে তিনি বাংলাদেশকে উজ্জীবিত করেছেন, ভুটানও তাতে ম্যাচ থেকে ছিটকে গেছে শুরুর দিকেই। বলের দখলে এরপর আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। ম্যাচেও দাপট ছিল স্বাগতিকদেরই।

আরও পড়ুন

হামজাকে এবার ডাকছে চ্যাম্পিয়ন্স লিগের দল

হামজাকে এবার ডাকছে চ্যাম্পিয়ন্স লিগের দল

আর এই আধিপত্যটা বাংলাদেশ দেখিয়েছে মাঝমাঠে হামজার নেতৃত্বেই। ম্যাচ শেষে ভুটানের জাপানি কোচ অকপটে স্বীকার করে নিলেন বিষয়টা। তিনি বলেন, ‘হামজাই ব্যবধান গড়ে দিয়েছে। শুধু গোলের কারণে বলছি না, সে মাঠে উপস্থিত ছিল যতক্ষণ, বাংলাদেশ তার ইতিবাচক প্রভাবটা টের পেয়েছে।’

হামজার কারণেই ম্যাচের নিয়ন্ত্রণটা নিতে পারেনি ভুটান, অভিমত ভুটান কোচের। তিনি বলেন, ‘তার পায়ে যখন বল ছিল, সেটা আমরা কিছুতেই কেড়ে নিতে পারিনি। সে কারণে আমাদের ম্যাচের নিয়ন্ত্রণটাও নেওয়া হয়নি।’

আরও পড়ুন

হামজার অভিষেক গোল দলের পরিকল্পনারই ফল, বললেন কাবরেরা

হামজার অভিষেক গোল দলের পরিকল্পনারই ফল, বললেন কাবরেরা

গেল বছর নিজেদের মাঠে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ভুটান। সেই দলের সঙ্গে এই দলের পার্থক্যটা বিশাল, মনে করেন তিনি। আৎসুশি বলেন, ‘খুবই কঠিন ম্যাচ ছিল আমাদের জন্য। তাদের বিল্ডআপ দুর্দান্ত ছিল। আগের ম্যাচগুলোতে তাদের এমন পাসিং আর বিল্ডআপ আমরা দেখিনি। কেবল হামজা নয়, পুরো বাংলাদেশের খেলাতেই পরিবর্তন এসেছে। বাংলাদেশ অনেকটাই বদলে গেছে।’

নাকামুরার অভিমত, এই পরিবর্তনটা এসেছে বাংলাদেশের মাঝমাঠ থেকে। আর এই পরিবর্তনের মধ্যমণি হামজা চৌধুরীই। তিনি বলেন, ‘সবদিক বিবেচনায় রাখলে এটা খুবই কঠিন একটা ম্যাচ ছিল। একটা বছরের ভেতরে বাংলাদেশ তাদের মাঝমাঠ এবং পাসিংয়ে যে উন্নতিটা করেছে, তার কথা বলতেই হবে আমাকে। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবলকে অনেকটাই বদলে দিয়েছে এই এক বছরে।’

আরও পড়ুন

এক হামজার ছোঁয়াতেই বদলে গেছে বাংলাদেশ

এক হামজার ছোঁয়াতেই বদলে গেছে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দলের সামনে এবার চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে সিঙ্গাপুর। আগামী ১০ জুন বাংলাদেশের আতিথ্য নেবে দলটি। শেষ ছয় ম্যাচ ধরে জিততে না পারা দলটার বিপক্ষে নামবেন বদলে যাওয়া, উজ্জীবিত হামজারা। সে ম্যাচ থেকে নিশ্চয়ই জয় তুলে নিতে চাইবেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট