1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুলের বাবা

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

হঠাৎ অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বাবা আব্দুর রহিম খান।

বুধবার (২১ মে) হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করান পরিবারে সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালেও স্বাভাবিক ছিলেন আব্দুর রহিম খান। নেত্রকোনার বাড়িতে চা খাওয়ার সময় কিছুটা অসুস্থ বোধ করেন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। জরুরি ভিত্তিতে পরিবারের অন্যরা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, ব্রেইন স্ট্রোক হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর নেওয়া হয় ময়মনসিংহ পপুলার হাসপাতাল।

আরও জানা যায়, সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়া ও নিউরো মেডিসিনের অধ্যাপক মানবেন্দ্র ভট্টাচার্য রোগীর পরীক্ষা জানান, অবস্থা জটিল। হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বর্তমান আব্দুর রহিম খান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক এমদাদুল হকের অধীনে চিকিৎসাধীন আছেন।

শায়রুল কবির খান জানান, বাবা হঠাৎ করে মাঠিতে পড়ে যান। এরপর উনাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন,  বাবা চোখ খুলছেন, একটু একটু করে সাড়া দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা ভরসা পাচ্ছি। সবাই দোয়া করবেন। চিকিৎসকেরা বলছেন, পরবর্তী কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। তবে, উন্নতির ইঙ্গিত মিলছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট