1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

হিজবুল্লাহর হুমকির পরও সেনা প্রত্যাহার করবে না ইসরাইল

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ঘোষণা করেছেন, ইসরাইল নির্ধারিত ৬০ দিনের সময়সীমার মধ্যে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে হিজবুল্লাহর হুমকির পরও নিজেদের সিদ্ধান্তে অটল ইসরাইল।

শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবাননের সব অবস্থান লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করবে।  একই সঙ্গে হিজবুল্লাহর সদস্যদের লিটানি নদীর উত্তরে সরে যেতে হবে, যা ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে।

নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, আইডিএফের প্রত্যাহার প্রক্রিয়া শর্তসাপেক্ষ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, লেবানন এবং হিজবুল্লাহর ওপর চুক্তির যে শর্তসমূহ রয়েছে, তা এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি।

নেতানিয়াহু বলেন, লেবানন এখনো তার দায়িত্ব পুরোপুরি পালন করেনি। তাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কাজ চালিয়ে যাব।

নির্ধারিত ৬০ দিনের সময়সীমা রোববার ২৬ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, এটি আরও দীর্ঘায়িত হতে পারে।

তিনি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী, সেনা প্রত্যাহারের সময়সীমা ৬০ দিনের বেশি গড়াতে পারে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সম্প্রতি তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে। এ ছাড়া সেনাবাহিনীর দাবি, লেবাননের সামরিক বাহিনীর কিছু সদস্য হিজবুল্লাহকে সহায়তা করছে।

হিব্রু সংবাদমাধ্যম হারেৎজ বৃহস্পতিবার জানায়, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ইসরাইল ও লেবাননের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে সেনা প্রত্যাহারের সময়সীমা বৃদ্ধি করা যায়।

হিজবুল্লাহ বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আইডিএফ দক্ষিণ লেবানন না ছাড়লে তারা প্রতিরোধ গড়ে তুলবে।

হিজবুল্লাহ বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছে, তারা ইসরাইলি সেনাদের ৬০ দিনের সময়সীমার বেশি লেবাননে অবস্থান মেনে নেবে না।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরাইল ও লেবাননের সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট