
বরিশাল জেলার হিজলার মেঘনার শাখা নদীতে ৮ ডিসেম্বর সকাল থেকেই চলমান মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে নিষিদ্ধ ৫১টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
পরে জব্দকৃত এসব অবৈধ জাল অগ্নিসংযোগের মাধ্যমে বিনষ্ট করা হয়। আজ সকালে অভিযান পরিচালনা করে এই অবৈধ জাল জব্দ করে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জাটকা ইলিশ সংরক্ষণ ও নদী থেকে অবৈধ উপায়ে মাছ নিধন প্রতিরোধে নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে অংশ নেন হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা ও মাঠকর্মীরা।অভিযান পরিচালনাকারীরা আরও জানান, চায়না দুয়ারী জাল ব্যবহার করে নদীতে নির্বিচারে ছোট-বড় সব ধরনের মাছ ধরা সম্ভব হওয়ায় এটি নদীর জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ কারণে এই জাল ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। মৎস্য অধিদপ্তর ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।