পটুয়াখালীর গলাচিপা উপজেলার অফিসিয়াল ফেসবুক পেজ ‘UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা)’ হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এরপর পেজটি থেকে ইউএনও মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ইউএনও মিজানুর রহমান দেখতে পান তার ব্যবহৃত অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেন। পরে রাত ১১টায় গলাচিপা অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেন।
ইউএনও মিজানুর রহমান বলেন, পেজটি হ্যাক হওয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছি।
এ সময় তিনি সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ইউএনও স্যারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে।
এ ঘটনায় প্রশাসনসহ স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হ্যাকিংয়ের পেছনের কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে কাজ করছে।
Leave a Reply