অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে ব্যাটে বলে দারুণ আলো ছড়িয়েছেন বেন স্টোকস আর রবীন্দ্র জাদেজা। দুজনেই সেঞ্চুরি করেছেন, উইকেটও নিয়েছেন বেশ। ম্যাচ শেষে আলোচনায় এমনিতেই থাকতেন। তবে ম্যাচের শেষ দিকে এমন কাণ্ড করেছেন দুজনে, তার ফলে তাদেরকে আলোচনায় রাখতে হচ্ছে ভিন্ন কারণে।
চতুর্থ টেস্টের শেষে ওল্ড ট্রাফোর্ডে রবিবার এক উত্তপ্ত মুহূর্তে দেখা গেল বেন স্টোকস ও রবীন্দ্র জাদেজাকে। ম্যাচ শেষে হাত মেলাতে অস্বীকৃতি, পরবর্তীতে কথা কাটাকাটি – সব মিলিয়ে হ্যান্ডশেক বিতর্কে জমে ওঠে ম্যাচের শেষ কিছু মুহূর্ত।
দিনের খেলা শেষ হওয়ার আগে ১৫ ওভার বাকি থাকতে ম্যাচ ড্র করার প্রস্তাব দেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। কারণ, দুজনেই তখন তাদের সেঞ্চুরির কাছাকাছি ছিলেন।
শেষ পর্যন্ত দুজনেই সেঞ্চুরি করেন। কিন্তু ম্যাচ শেষে দেখা যায়, স্টোকস শুরুতে তাদের সঙ্গে হাত মেলাননি। তিনি জাদেজার সঙ্গে কিছুটা উত্তপ্ত আলোচনায় জড়িয়ে পড়েন। পরে অবশ্য মাঠ ছাড়ার সময় স্টোকস দুজনের সঙ্গেই হাত মেলান।
স্টোকস বলেন, ‘সকল কাজ তো ভারতই করে ফেলেছে। ফলাফল একটাই ছিল। আমি আমার প্রধান বোলারদের ঝুঁকিতে ফেলতে চাইনি। (লিয়াম) ডসওয়েল অনেক ওভার বোলিং করেছে, তার শরীর ক্লান্ত ছিল। তাই আমি আমার মূল বোলারদের আর মাঠে আনিনি।’
চতুর্থ দিন যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনের দ্রুত বিদায়ের পর ভারতের জেতার আশা ক্ষীণ হয়ে পড়ে। তবে কেএল রাহুল ও শুভমান গিল দৃঢ়ভাবে লড়াই চালান। এরপর সুন্দর ও জাদেজা ২২৩ রানের জুটি গড়ে ম্যাচ ভারতের হাতছাড়া হতে দেয়নি।
স্টোকস নিজে সেঞ্চুরি করেছেন, পাঁচটি উইকেটও নিয়েছেন। তবুও ম্যাচ ড্র হওয়ায় হতাশ। তিনি বলেন, ‘এই ফলের জন্য আমি আমার সব কিছুই ফেরত দিতে রাজি।’
তবে শেষ পর্যন্ত জাদেজা ও সুন্দরকে প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। স্টোকস বলেন, ‘ওয়াশিংটন ও জাদেজা যেভাবে খেলেছে, তার জন্য অনেক কৃতিত্ব প্রাপ্য। আমরা তাদের উপর সব রকম চাপ সৃষ্টি করেছিলাম, কিন্তু তারা সেটা ভালোভাবে সামলেছে।’