
১১ বছর ধরে চলছিল অন্ধকার ব্যবসা বসুন্ধরায় নারীচক্রের ভয়াবহ ফাঁদ!ঢাকার অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকায় ১১ বছর ধরে একটি নারীচক্র পুরুষদের ফাঁদে ফেলে গোপনে অশ্লীল ভিডিও ধারণ করত। এরপর সেই ভিডিও ব্যবহার করে অনলাইনে বিক্রি এবং ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো অপরাধে লিপ্ত ছিল তারা।
এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
এছাড়াও আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—একটি ফ্ল্যাটে তরুণদের আটকে রেখে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে একই এলাকার আরও দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
এইসব ঘটনা শুধু ভয়াবহ নয়, বরং আমাদের সমাজ ও মানবিকতার জন্য বড় হুমকি।
কেউ যদি এমন অপরাধের শিকার হন, সাহস করে মুখ খুলুন।
আর আমরা যারা দেখছি বা জানছি, তাদের উচিত সচেতনতা ছড়ানো এবং আইনের পাশে থাকা।
Leave a Reply