দীর্ঘ ১৫ বছর পর আজ (১০ আগস্ট) হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এদিন দুপুর আড়াইটায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের সামনে কমিউনিটি হলে সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার (৯ আগস্ট) নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলীয় নেতারা।
সংবাদ সম্মেলনে কাউন্সিলের বিস্তারিত তুলে ধরেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এসময় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতারা উপস্থিত ছিলেন। আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে রাজশাহী মহানগর বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সব মহল্লা, ওয়ার্ড ও থানার সম্মেলনের প্রস্তুতি সফলভাবে শেষ হয়েছে।
সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজশাহী মহানগরীর ৩৭টি ওয়ার্ড এবং ৭টি থানার সাড়ে সাত শতাধিক প্রতিনিধি অংশ নেবেন সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।