
কিছুদিন পরই ২৬ বছরে পা দিতে যাচ্ছে সেনবাগের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন “সেনবাগ ক্রিকেট ক্লাব”। দীর্ঘ বছর ধরে সেনবাগের তরুণদের খেলাধুলার চর্চা, ক্রিকেটের প্রসার ও সামাজিক মূল্যবোধ গঠনে অপরিসীম অবদান রেখে আসছে ক্লাবটি।
প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত নানা চ্যালেঞ্জ পেরিয়ে ক্লাবটি দৃঢ়তার সঙ্গে মাথা উঁচু করে টিকে আছে। সেনবাগে নিয়মিত প্রশিক্ষণ, বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াচর্চার সুস্থ পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ক্লাবটি ইতোমধ্যে জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে।
এ উপলক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান সুমন সকল পূর্ব ও বর্তমান সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “বছরের পর বছর ধরে ‘সেনবাগ ক্রিকেট ক্লাব’ যে সুনাম ধরে রেখেছে তা সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব হত না। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে, যারা এই দীর্ঘ পথচলায় সবসময় আমাদের পাশে ছিলেন। আপনাদের নিরঙ্কুশ ভালোবাসা ও সহযোগিতা-ক্লাব সারাজীবন মনে রাখবে।”
আগামী প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ক্লাবে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নতুন প্রজন্মের খেলোয়াড়রা ইতোমধ্যে নানা আয়োজনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, “সেনবাগ ক্রিকেট ক্লাব শুধু একটি দলের নাম নয়, এটি সেনবাগের ক্রীড়া ঐতিহ্যের প্রতীক।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।