রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণের শেষ পর্যায়ে কথিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৩২১ প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। একইসঙ্গে তাদের চাকরিতে সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সংবাদ মাধ্যমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অব্যাহতি পাওয়া ৩২১ জনের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ১০৩ জন। তার মধ্যে মোট ৩৩ জন নারীর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ১৬ জন। অব্যাহতি পাওয়াদের বিরুদ্ধে কথিত অসদাচরণের অভিযোগ আনা হলেও তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চূড়ান্তভাবে অব্যাহতিদান একদিকে প্রচলিত আইন ও বিধির সম্পূর্ণ পরিপন্থি। অন্যদিকে এর ফলে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অনিশ্চিত হয়ে পড়েছে, যা নিঃসন্দেহে উদ্বেগজনক।
তাই অব্যাহতি পাওয়াদের প্রশিক্ষণে পুনর্বহাল ও চাকরিতে যোগদানের সুযোগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানানো হচ্ছে।
Leave a Reply