1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

৮০০ কোটি ডলারে ইনফরমেটিকা কিনছে সেলসফোর্স

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ডেটা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইনফরমেটিকাকে প্রায় ৮০০ কোটি মার্কিন ডলারে কিনে নিচ্ছে সেলসফোর্স। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে নিজেদের আরও মজবুত করতে সেলসফোর্স এ ঘোষণা দিয়েছে।

এই চুক্তির মাধ্যমে সেলসফোর্স শুধু তাদের তথ্য ব্যবস্থাপনার সরঞ্জামসমূহ সম্প্রসারণই করবে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যে আরও গভীরভাবে নতুনত্ব আনবে।

সেলসফোর্সের প্রধান নির্বাহী মার্ক বেনিওফ বলেছেন, “সেলসফোর্স ও ইনফরমেটিকা একত্রে তথ্যপ্রযুক্তির জগতে সবচেয়ে পরিপূর্ণ এবং স্বয়ংক্রিয় এজেন্ট-প্রস্তুত ডেটা প্ল্যাটফর্ম গড়ে তুলবে। এই চুক্তি কোটি কোটি ডলারের ডেটা বাজারে আমাদের শক্ত অবস্থান তৈরি করতে সাহায্য করবে।”

সেলসফোর্স ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সফটওয়্যার এজেন্ট তৈরি করছে। যা মানব হস্তক্ষেপ ছাড়াই বিভিন্ন দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারে। তাদের “এজেন্টফোর্স” নামের এই প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে এক হাজারেরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

এই চুক্তি অনুযায়ী, ইনফরমেটিকার প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ২৫ মার্কিন ডলার। যা (২২ মে) শেয়ারমূল্যের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি। সংবাদ প্রকাশের পর ইনফরমেটিকার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৩.৮৬ ডলার। আর সেলসফোর্সের শেয়ারে বেড়েছে প্রায় ১.৭৮ শতাংশ।

এই দুই প্রতিষ্ঠানের মধ্যে আগেও অধিগ্রহণের আলোচনা হয়েছিল তবে শর্তে মিল না হওয়ায় তা থেমে যায়। চলতি বছরের এপ্রিলে আবারও কিছু বিনিয়োগকারী ও সফটওয়্যার প্রতিষ্ঠান ইনফরমেটিকার প্রতি আগ্রহ দেখালে নতুন করে আলোচনা শুরু হয়।

চুক্তিটি ২০২৬ অর্থবছরের শুরুতেই, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির দিকে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। এর ব্যয় মেটানো হবে নগদ অর্থ এবং নতুন ঋণের সংমিশ্রণে। চুক্তি সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় বছর থেকেই সেলসফোর্স তাদের লাভের হার বৃদ্ধির আশা করছে।

উল্লেখ্য, সেলসফোর্স ২০১৯ সালে ট্যাবলো সফটওয়্যার এবং ২০২১ সালে স্ল্যাক প্রযুক্তি প্রতিষ্ঠান অধিগ্রহণ করে। তবে গত বছর এ ধরণের বড় চুক্তিগুলোকে কেন্দ্র করে ভ্যালুঅ্যাক্ট ক্যাপিটাল ও এলিয়ট ম্যানেজমেন্ট-এর মতো সক্রিয় বিনিয়োগকারীরা কোম্পানির লাভজনকতা বৃদ্ধির জন্য কার্যকর পরিবর্তন দাবি করেছিল।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট