1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ৪টি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর, র‍্যাব-১১ ও জেলা প্রশাসন। অভিযানে মোট ৭ টন পলিথিন ও ৭৮ বস্তা পিপি দানা জব্দ করা হয়েছে। এই ঘটনায় ৪ লাখ টাকা জরিমানা ও কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহে র‍্যাবের অভিযানে আনুমানিক ২ টন পলিথিন জব্দ করা হয়েছে।

এছাড়াও, ১৩ আগস্ট দিবাগত রাতে ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র‍্যাব-১০ এবং ডিএমপি এই অভিযানে ছিল।

ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগের বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। চকবাজার এলাকার কামালবাগ থেকে প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একটি ভ্যান গাড়ি থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।

অন্যদিকে, বরিশালে ‘পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ’ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি পলিথিন রোধে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট