
অপপ্রচারের অভিযোগে কথিত সাংবাদিক সাইফুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ প্রেসক্লাবের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আদালতে মামলা দায়ের করেছেন।
জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, এর আগেও বিভিন্ন সময় সাংবাদিকদের বিরুদ্ধে সাইফুল অপপ্রচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাইফুল ইসলাম “জুম বাংলা” নামক একটি অনলাইন পত্রিকায় কর্মরত। তিনি সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল নওদা গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে এবং বর্তমানে মানিকগঞ্জ পৌর এলাকার ঘুন্টি পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
মামলা ও ভুক্তভোগী থেকে জানা যায়, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল গেটে পৌরসভার পাবলিক টয়লেটটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। ইজারাদার কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে সাইফুলের সহযোগিতায় হাসপাতাল গেটে একটি বিড়ি সিগারেটের দোকান দিয়েছেন। সেই টয়লেট দোকানের মালামাল রাখার জন্য গুদামঘর হিসাবে ব্যবহার করে আসছিল। বিনিময়ে সাইফুল এখান থেকে সুযোগ-সুবিধা নিত বলে খোঁজ পাওয়া গেছে।
বিষয়টি জনস্বার্থ বিধায় গত মাসের ২৬ নভেম্বর সাংবাদিক আসাদুর জামান ও কয়েকজন সহকর্মী এ বিষয়ে অনুসন্ধান করতে যায়। এসময় তাদের ছবি ও তথ্য সংগ্রহে বাধা দেয় দোকানে থাকা রাজিব। এরপরও সাংবাদিকরা দায়িত্ব পালন করতে থাকলে সাইফুলকে ডেকে আনেন সে। তারা ছবি ও তথ্য নিতে নিষেধের এক পর্যায়ে উত্তেজিত হয়ে আসাদ ও তার সহকর্মীদের বিভিন্ন ভাষায় গালাগাল শুরু করে এবং মোবাইল দিয়ে ভিডিও ধারণ করেন। ভিডিওতে সাংবাদিকদের ‘চাঁদাবাজ’, ‘ধান্দাবাজ’ সহ নানান মিথ্যা অপবাদ দেওয়া হয় এবং তা সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়।
এই ভিডিও একতরফাভাবে ভাইরাল হলে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হন এবং পেশার সুনামও প্রশ্নবিদ্ধ হয়।
এর আগেও সাংবাদিকদের বিরুদ্ধে সে অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী আসাদুর জামান বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় এমন আচরণ তাদের কাছে আমরা প্রত্যাশা করিনাই। তথ্য সংগ্রহ বাধা দিয়ে উল্টো ভিডিও করে আমাদেরকে অপরাধী বানানো হয়েছে। আমাদের সাধারণ সম্পাদক এ বিষয়ে মামলা করেছেন। আশা করি আমরা ন্যায় বিচার পাবো।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।