
নওগাঁর আত্রাই উপজেলায় নবাগত উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ , শিক্ষক, অফিসার বৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা করেছেন।
আত্রাই উপজেলার সাবিক উন্নয়নে নির লসভাবে কা্জ করে যাওয়ার অঙ্গীকার করে তিনি জনকল্যাণ মূলক কাজে সকল শ্রেণী পেশা মানুষের সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার কেএম কামরুজ্জামান সঞ্চলনায় আয়োজিত সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম তিনি তার বক্তব্যে আত্রাই বাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আনন্দ প্রকাশ করেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, একটি গতিশীল ও জনবান্ধব প্রশাসন উপহার দিতে আমি বদ্ধপরিকর। দলমত নিবিশেষে সকলের সন্মিলিত প্রচেষ্টায় হতে পারে সুন্দর একটি আত্রাই উপজেলা।
সরকারের উন্নয়ন মূলক কাজগুলো যেন সঠিক সময়ে ও সঠিকভাবেবাস্তবায়িত হয়, সে দিকে আমার বিশেষ নজর থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল হান্নান,আত্রাই উপজেলা ইউনিাইটেড প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, সাংবাদিক রিমা খাতুন, উপজেলা বিএনপি,র সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলির চকলেট, যুগ্ন –নাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাগ, ইউপি চেয়ারম্যান শেখ মন্জুরুল আলম মন্জু,ইউপি চেয়ারম্যান সাংবাদিক খবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, মামুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন নাজিমুদ্দিন, সোনালী ব্যাংক ট্রেজারী শাখা ব্যবস্থাপক নুরুন নবী, ইসলামী আন্দোলনের আত্রাই উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আবু আনাছ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, প্রিন্ট ও ইলেট্রি মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।