1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

মহেশখালীতে কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি: দেশীয় অস্ত্রসহ ডাকাত আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা গোলা, এক রাউন্ড ফাঁকা গোলা এবং তিনটি দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

তিনি বলেন, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সামিরাঘোনা এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাত দল ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল ১৬ মার্চ বিকেলে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গোলাবর্ষণ শুরু করে। এ অবস্থায় কোস্ট গার্ড দলও প্রথমে ফাঁকা গোলাবর্ষণ করে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায়।

আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে ডাকাত দল পুনরায় এলোপাতাড়ি গুলি ছোঁড়া শুরু করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলাম (৩২) পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় এবং অন্যান্য ডাকাত সদস্যরা তাকে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে আহত ডাকাতকে দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা গোলা, এক রাউন্ড ফাঁকা গোলা এবং তিনটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আহত ডাকাত বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটক ডাকাতকে মহেশখালী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট