1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কুমিল্লা বারের সাবেক সম্পাদক কারাগারে

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

আইনজীবী সমিতির সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লা আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করতে আসেন।

কুমিল্লার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।

পাবলিক প্রসিকিউটর কাইমুল হক রিংকু বলেন, কুমিল্লা বারের বর্তমান সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বাদী হয়ে বারের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের মামলা করেন। মামলায় সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের এবং হিসাবরক্ষক কাজী সুমনকে আসামি করা হয়।

লেজার বইয়ে ওভাররাইটিং, ভুয়া ও দ্বৈত ভাউচার সৃজন, লেজার বইয়ের বিভিন্ন অংশে ফ্লুইড ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আবু তাহের ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে দুই মেয়াদে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে এই টাকা আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

ওই মামলায় উচ্চ আদালতের নির্দেশে সোমবার দুপুরে কুমিল্লার আদালতে আত্মসমর্পণ করেন আবু তাহের। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

অপরদিকে সোমবার দুপুরে আবু তাহের আদালতে হাজির হলে বিক্ষুব্ধ আইনজীবীরা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। কেউ কেউ গায়েও হাত তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ আবু তাহেরকে এজলাস কক্ষে নিয়ে যায় এবং সেখান থেকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট