1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

হঠাৎ বৃষ্টিতে ফেনীতে স্বস্তির পরশ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

টানা কয়েক দিনের দাবদাহের পর ফেনীতে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর থেকে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়।

এর আগে দুপুর ২টা থেকে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। গুমোট গরমের মধ্যে হঠাৎ শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি, পরে যা পরিণত হয় টানা একপশলা ঝরায়। মুহূর্তে শহরজুড়ে নেমে আসে স্বস্তির পরশ। তবে শহরে বৃষ্টি হয়েছে খুবই অল্প সময়। আশপাশের কয়েকটি এলাকায় আকাশ এখনো মেঘলা আছে।

এদিকে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি নেমেছে জনজীবনে। অনেকেই বৃষ্টি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তির কথা জানিয়েছেন।

শহরের জহিরিয়া মসজিদ এলাকায় পথচারী আবদুর রহমান ফারহান ঢাকা পোস্টকে বলেন, খুব বেশি বৃষ্টি হয়নি। তবুও অনেক দিন পরে বৃষ্টির পানি পড়তেই যেন সব ক্লান্তি ধুয়ে গেছে। অবশ্য হঠাৎ বৃষ্টি হওয়ায় সঙ্গে ছাতা না থাকায় কিছুটা বিপাকে পড়তে হয়েছে।

হাসপাতাল মোড় এলাকায় এক রিকশাচালক বলেন, গরমে ঠিকভাবে রিকশা চালানো যাচ্ছিল না। গত কয়েক দিন খুব কষ্ট করেই ঘর থেকে বের হয়েছি। এখন শরীর হালকা লাগছে।

আবহাওয়া অধিদপ্তর ফেনী কার্যালয়ের উচ্চমান পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে এ বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ, বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট