1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

৪২ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা আটকে দিয়েছে পুলিশ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

নিরাপত্তার অজুহাতে তিলক’স গ্রুপ থিয়েটারের নাটক বন্ধ হওয়ার পরে এবার ৪২ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার অনুমতি না দেওয়ার ঘোষণা দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের আছে। এটা শুধু পয়েন্ট বেসিস নয় গোটা শহর বেসিস আমরা নিরাপত্তার জন্য ব্যবস্থা করছি। তবে বৈশাখী মেলার অনুমতি আমি দেবো না, এটা হবে না।

গণমাধ্যমকে তিনি বলেন, বিশেষ করে আমাদের কাছে তথ্য রয়েছে এই মেলাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কিছুটা নাজুক। এমন প্রেক্ষাপটে বৈশাখী মেলার মতো বড় আয়োজনে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাছাড়া সরকারিভাবে বেলস পার্কে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। একই সময়ে অন্যত্র আরেকটি মেলার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সব দিক বিবেচনা করে আমি আয়োজকদের অনুরোধ করেছি, তারা যেন এবারের মেলাটি না করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আয়োজন সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী বরাবরের মতো হলেও এবার ছোট পরিসরে প্রস্তুতি গ্রহণ করেছেন। ব্রজমোহন বিদ্যালয় মাঠে গত ৪২ বছর ধরে মেলার আয়োজন করে থাকে সংগঠন দুটি। সাধারণত বৈশাখী মেলা বলতে স্থানীয়রা এই মেলাকে বিবেচনা করে থাকে।

উদীচী শিল্পী গোষ্ঠী বরিশালের সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সী বলেন, প্রতি বছর তিনদিনের মেলা হয়ে থাকলেও এ বছর এসএসসি পরীক্ষা চলছে। ১৫ এপ্রিল পরীক্ষা থাকায় আমরা ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি ও ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষ্যে দুইদিনের মেলার চিন্তা করেছিলাম। পরবর্তীতে তা কমিয়ে বর্ষবরণের দিন সীমিত আকারে একদিনের জন্য আয়োজন করা হচ্ছে। পহেলা বৈশাখের দিন ভোর সাড়ে ৬টায় প্রভাতি অনুষ্ঠান, এরপর দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন এবং মেলার প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন, পুলিশের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছিল। সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হবে না। কেন দেওয়া হবে না সেই ব্যাখ্যাও জানানো হয়নি।

উদীচী কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন, দেশের সব জেলায় বিভিন্ন আয়োজনে বর্ষবরণ হবে। বরিশালে মেলা করতে না দেওয়ার কোনো যুক্তি নেই। বর্ষবরণ তো রাজনীতির কোনো সাবজেক্ট না। স্থানীয়ভাবে পুলিশ কমিশনার মেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন বোধগম্য নয়।

তিনি বলেন, মেলা চালিয়ে যাওয়ার পক্ষে উদীচী। কেউ এসে জোর করে বন্ধ করতে চাইলে সেটি করতে পারে।

১৩৮৯ বঙ্গাব্দ থেকে ব্রজমোহন বিদ্যালয় মাঠে তিনদিনব্যাপী মেলার আয়োজন করে আসছে উদীচী, বরিশাল। বিগত ৪২ বছর নিরবচ্ছিন্নভাবে আয়োজন ঐতিহ্যে পরিণত হয়েছে।

উদীচীর বৈশাখী মেলার অনুমতি নিয়ে শঙ্কা দেখা দিলেও বরিশাল বেলস পার্কে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, এর আগে ৮ এপ্রিল বরিশাল নগরীর ২ নং ওয়ার্ডে কাউনিয়া মনসা মন্দিরে রামায়ণ মঞ্চায়নের আয়োজন করে তিলক’স গ্রুপ থিয়েটার। নাটকটি মঞ্চায়নের অনুমতি দেয়নি কাউনিয়া পুলিশের ওসি নাজমুল নিশাত। তিনি জানান, এসএসসি পরীক্ষা ও স্থানীয়দের দাবির মুখে নাটক বন্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট