1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবি পোশাক শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এ.এস.টি গার্মেন্টসের শ্রমিকরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজার সামনে গার্মেন্টস শ্রমিকরা এই বিক্ষোভ করে। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ.এস.টি গার্মেন্টসের মালিক পক্ষ তাদের বেতন বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে ঈদের আগেই ছুটি দিয়ে দেন। ঈদের পর ছুটি শেষ হলে শ্রমিকরা গার্মেন্টসে এসে বন্ধ পায়।

শ্রমিকরা বলেন, মালিক পক্ষ কৌশলে আমাদের ছুটি দিয়ে রাতের অন্ধকারে সব মালামাল নিয়ে পালিয়ে গেছে। এখানে প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করত। গত ৩-৪ মাসের বকেয়া বেতনের দাবি নিয়ে তারা আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে পুলিশের সহায়তায় মহসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এদিকে এ.এস.টি গার্মেন্টসের মালিক মো. আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে মহসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তাদের মোবাইল বন্ধ রয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে যদি কেউ থানায় অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট