1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ১২ মে ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ ইউছুফ (২৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার এওচিয়া ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইউসুফ এওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার ফয়জুর রহমান চৌধুরী বাড়ির ফেরদৌস আহমেদের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

স্থানীয়রা জানান, মোহাম্মদ ইউছুফ মধ্যম সাতকানিয়া এলাকার ত্রাস সৃষ্টিকারী আবদুল ওয়াহেদ ওরফে শাহ আলম মেম্বারের সহযোগী। এই চক্রটির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার থাকাকালে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা, সরকারি প্রকল্পে দুর্নীতি, এমনকি ভিন্নমত পোষণকারীদের মারধরের অভিযোগ ছিল।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ইউসুফ নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট