1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

প্রশাসনে প্রেতাত্মা রেখে আওয়ামী ভূত তাড়ানো যাবে না : প্রিন্স

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

প্রশাসনের ভেতরে আওয়ামী প্রেতাত্মা রেখে আওয়ামী ভূত তাড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, প্রশাসনের আওয়ামী প্রেতাত্মা থাকার কারণেই ফ্যসিবাদের পতনের ৮ মাস পরও প্রশাসন থেকে তাদের দোসরদের হটানো গেল না। কারা তাদের টিকিয়ে রেখেছে তা খুঁজে বের করতে হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজড। গণহত্যাকারী, জনগণের ওপর নির্যাতন ও নিপীড়নকারী ফ্যাসিস্ট চক্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করলে শহীদ ও আহত পরিবারের সদস্যরা এবং দেশের জনগণ তাদের বরদাশত করবে না। সেজন্য রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফ্যাসিস্ট চক্রের বিরুদ্ধে প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের শক্তির মধ্যে পরিকল্পিতভাবে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে। সেই সঙ্গে সরকার ও প্রশাসনের দুর্বলতা এবং সিদ্ধান্তহীনতায় ফ্যাসিস্ট খুনি হাসিনা ও আওয়ামী লীগের দোসররা আস্ফালন করার সুযোগ পাচ্ছে। তাই নির্বাচন ও বিচার প্রক্রিয়া যত বিলম্বিত হবে গণহত্যাকারী গণশত্রু আওয়ামী লীগ ততই সুযোগ পাবে।

নির্বাচন প্রসঙ্গে প্রিন্স বলেন, নির্বাচন নিয়ে নানা টাল বাহানা ও ষড়যন্ত্র চলছে। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

স্থানীয় সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম, সাবেক চেয়ারম্যান গাজিউর রহমান, চেয়ারম্যান হুমায়ূন কবীর, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম ইব্রাহীম, সাধারণ সম্পাদক মাহবুব হাসান রিয়াদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট