1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ১২ মে ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন.

 বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি”

এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বীরগঞ্জ ও কবিরাজহাট খাদ্য গুদামের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান’২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

২৮ এপ্রিল’২০২৫ সকাল সাড়ে ১০ টায় উপজেলার কবিরাজহাট খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং সংগ্রহ অভিযান কমিটি সভাপতি তানভীর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা বীরগঞ্জ খাদ্য গুদাম মাহামুদুল হাসান, কবিরাজহাট নাজমুল হুদা, এসআই চন্দ্র শেখর মহন্ত, বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, সহ-সভাপতি রনজিৎ সরকার রাজ বিকাশ ঘোষ, সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন, সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জি, ফেরদৌস ওয়াহিদ সবুজসহ অন্যরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান বলেন, ‘সরকার বীরগঞ্জ ও কবিরাজহাট খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি দরে ১০ হাজার ৭৯ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ৩ হাজার ৩শ’ ৬৬ টন সংগ্রহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট