1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

গ্রেফতার করতে গিয়ে তোপের মুখে পুলিশ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বর্তমান অবস্থায় আলোচনায় আইভী
গ্রেফতার করতে গিয়ে তোপের মুখে পুলিশ
আজ নারায়ণগঞ্জের ‘রাণী’ উপাধি পেলেন আইভী!

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রাজনীতির আলোচিত চরিত্র ও সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আবারও সংবাদের শিরোনামে। আজ তাকে ঘিরে নারায়ণগঞ্জে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি।

সকালে একাধিক মামলার ভিত্তিতে তাকে গ্রেফতারে গেলে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়ায় পড়ে। স্থানীয়রা আইভীর বাসার সামনে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং বাধা দেন গ্রেফতারে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে পিছু হটতে হয়।

স্থানীয়দের ভাষায়, “আইভী শুধু একজন রাজনীতিক নন, তিনি নারায়ণগঞ্জের মানুষের ‘আস্থার প্রতীক’।” বহু বছরের জনসেবা ও সততা তাকে জনমানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে।

এদিন অনেক নারায়ণগঞ্জবাসী সামাজিক যোগাযোগমাধ্যম ও রাস্তায় তাকে ‘নারায়ণগঞ্জের রাণী’ উপাধিতে ভূষিত করেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ‘#RaniIvy’ হ্যাশট্যাগ ট্রেন্ড।

আইভী নিজেও আজ বিকেলে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “আমি কারো বিরুদ্ধে নই, আমি সবসময় সাধারণ মানুষের পক্ষে ছিলাম, থাকব।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইভীর জনপ্রিয়তা এখনো অটুট। তাকে ঘিরে যে আবেগ ও জনসমর্থন তৈরি হয়েছে, তা সামান্য আইনি পদক্ষেপে দমন করা সম্ভব নয়।

তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট