1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

সাভারে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

সাভারে ঠিকানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের পেছনে দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় দুইজন ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) সকাল ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শায়েত শেখ (৪০), মো. হোসাইন (৫৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে ঠিকানা পরিবহনের বাসের পেছনে দ্রুত গতিতে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কায় ওই দুই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সিদ্ধান্তের ওপর ভিত্তিতে করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। তবে ট্রাক ও বাসের চালক এবং হেলপার পলাতক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট