1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ভারতের ‘অপারেশন সিন্দুর’ এর বদলা হিসাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান মারসুস’ শুরু করেছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও প্রতিবেশী রাজ্য পাঞ্জাবের অমৃতসরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাকিস্তানের ছোড়া বহু ড্রোন ভূপাতিতের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

দুই দেশেরই সীমান্তবর্তী গ্রামগুলোয় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত-পাকিস্তানের চলমান সংঘাতে এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে দুই দেশে। এর মধ্যে পাকিস্তানে নিহত হয়েছে ৩৩ জন।

এদিকে, ভারত-পাকিস্তানের সংঘাত নিরসনে দুই দেশের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট।

হোয়াইট হাউজের মুখপাত্র জানান, ভারত-পাকিস্তানের মধ্যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট