ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় সমির মল্লিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সমির মল্লিক কৃষ্ণকাঠী এলাকা আমজেদ মল্লিকের ছেলে। পেশায় তিনি একজন সার্ভেয়ার।
এলাকাবাসী জানায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে। সমির মল্লিককে আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সমির মল্লিকের স্ত্রী রুমা বেগম জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সাথে তার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে চাচাতো ভাই বাবুল মল্লিক জমি দখল করে সেখানে বেড়া দেন। সেই খবর শুনে কর্মস্থল থেকে সমির মল্লিক এসে বেড়া খুলতে যান। তখন বাবুল মল্লিক পেছন থেকে এসে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। সমির মল্লিক মাটিতে লুটিয়ে পরেন।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০২৪ সালের জানুয়ারি মাসে একই পরিবারের অপর সদস্য রিপন মল্লিকও খুন হন। সেই ঘটনাটিও জমি সংক্রান্ত বিরোধ থেকেই ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
Leave a Reply