1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

ঢাকায় সেনাবাহিনীর অভিযান, বিদেশি পিস্তল-গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

রাজধানীর তেজকুনিপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ মে) ভোর আনুমানিক সাড়ে ৪টায় তেজগাঁও সেনা ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে এসব উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক দেওয়া একটি পোস্টে জানানো হয়েছে বাড়িটি থেকে ১টি বিদেশি পিস্তল, ১১টি বিভিন্ন ধরনের গুলি, ১২ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৮২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা সচেষ্ট। জনগণকে অনুরোধ করা হয়েছে, যদি কেউ কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে জানতে পারেন, তাহলে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে জানাতে।

উল্লেখ্য, রাজধানীতে সম্প্রতি অস্ত্র ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সম্মিলিত তৎপরতা জোরদার করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট