1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

ভাতা পাচ্ছেন পুরোনো এফসিপিএস প্রশিক্ষণার্থীরা

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

আন্দোলনের মুখে জানুয়ারি-২০২০ পূর্ববর্তী সেশনের এফসিপিএস প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের পারিতোষিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। গত ২০ মে কলেজের জরুরি কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়।

শনিবার (২৪ মে) বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ বা তৎপূর্ববর্তী সময়ে প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের কলেজের বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতা প্রদান করা হবে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে, ২০ মে মহাখালীর বিসিপিএস ক্যাম্পাসে বকেয়া পারিতোষিকের দাবিতে অবস্থান কর্মসূচিতে যান জুলাই-২০১৯ সেশনের একদল প্রশিক্ষণার্থী। তারা অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-ডিসেম্বর স্লটের ভাতা এখনও দেওয়া হয়নি এবং প্রশাসন ইচ্ছাকৃতভাবে ৭২ জনের ভাতা বন্ধ রেখেছে।

নতুন নির্দেশনায় জানুয়ারি-২০২০ পূর্ববর্তী সেশন বাদ পড়ায় ক্ষোভ জানিয়ে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে বিসিপিএস সচিবের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট