1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে সুন্দরবন কুরিয়ারের কাভার্ডভ্যানে আগুন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলার ময়লাটিলা এলাকায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন লেগেছে। এতে চারজন আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন- মো. রহিম (৩০), মো. শাহিন (৩০), মো. রমজান আলী (২৭) এবং থৈঅংগ্য মারমা (২৭)। আহতরা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনার পর থেকে রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের খাগড়াছড়ির স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, সড়ক দুঘর্টনায় আহত চারজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট