1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা জোনের সাপমারা আর্মি ক্যাম্প এলাকায় জেগে উঠলো ভালোবাসার এক অনন্য সকাল

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

একটুকরো হাসি, একফোঁটা অশ্রু,আর একঝলক আশা। আজ ২৬ মে ২০২৫, সকাল ৯টা ৩০ মিনিটে

 

মাটিরাঙ্গা জোনের সাপমারা আর্মি ক্যাম্প এলাকায় জেগে উঠলো ভালোবাসার এক অনন্য সকাল।

নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ যেন পরিণত হয়েছিল এক মানবতার উৎসবে। এই উৎসবে ছিল না কোনো গান, ছিল না কোনো বাদ্যযন্ত্র—তবে ছিল শান্তি, সহমর্মিতা, আর সহানুভূতির গভীর সুর।

০৬ জন দুঃস্থ পাহাড়ি নারী পেলেন স্বপ্ন বুনার সামর্থ্য,০৯ জন পাহাড়ি শিক্ষার্থী পেল নতুন ভোরের সন্ধান।একটি অসহায় পরিবার পেল ঘর বানানোর জন্য টিন—আর ৩৫ জন পাহাড়ি ও বাঙালি পেলেন রেশন উপহার—বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে।

তবু এখানেই শেষ নয়,এই মানবিক গল্পের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় লেখা হয়েছে স্বাস্থ্যসেবার মাধ্যমে।৫০০ জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ পেয়েছেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ।

উক্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচী শেষে জোন কমান্ডার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আমাদের এই অঞ্চলের পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট