1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

মাগুরায় ৪৩৫ জন কারাবন্দি পেল মৌসুমি ফল

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

মাগুরা জেলা কারাগারে এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া আয়োজনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) কারা অধিদপ্তরের আওতায় মাগুরা জেলা কারাগার কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৌসুমি ফল উৎসবে জেলা কারাগারে ৪৩৫ জন কারাবন্দির মাঝে লিচু, আম ও কাঁঠাল বিতরণ করা হয়। প্রত্যেক বন্দিকে চারটি লিচু, দুটি আম এবং কাঁঠাল প্রদান করা হয়। কারাগারের অভ্যন্তরে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

এ ফল উৎসব বন্দিদের আত্মীয়-স্বজন, কারাগারে উপস্থিত কর্মকর্তারা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ আয়োজনের প্রশংসা করেন। তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ বন্দিদের মধ্যে ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

ফল উৎসবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত জেলার আবিদ আহমেদ, প্রধান কারারক্ষী নুরজাহান বেগমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

জেলা কারাগারের বন্দিরা মৌসুমী ফল উৎসব উপলক্ষে আনন্দিত এবং কারাগার কর্তৃপক্ষের কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ সময়ের পর এ রকম আয়োজন তাদের মধ্যে ভিন্নধর্মী অনুভূতি ও উৎসাহ সৃষ্টি করেছে।

জেল সুপার মহিউদ্দিন হায়দার বলেন, কারাবন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে।সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। মৌসুমি ফল পেয়ে তারা আনন্দিত হয়েছে, যা কারাগারের ভেতরে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি  হয়।

উল্লেখ্য, মাগুরা জেলা কারাগার ইতিপূর্বেও নানা সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে বন্দিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ফল উৎসব তারই একটি দৃষ্টান্ত।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট