1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখলে ভয় লাগে : ভারতী সিংহ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছেন। ব্যাংক থেকে ফেরার পর থেকেই তার জ্বর কমছে না, যার কারণে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে থাকা ভারতী সম্প্রতি একটি ভ্লগে অনুরাগীদের সঙ্গে তার এই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন, যেখানে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

ভারতীর ভ্লগিংয়ের মাধ্যমে অনুরাগীদের সাথে সবসময়ই যোগাযোগ রাখেন। কিন্তু সাম্প্রতিক এই ভিডিওতে তার চোখে পানি দেখা যায়। তিনি জানান, ব্যাংক থেকে ফেরার পর থেকেই তিনি অসুস্থ বোধ করছেন। এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং রক্ত পরীক্ষাও করিয়েছেন।

ভারতীর স্বামী হর্ষ রক্ত পরীক্ষার জন্য একজন টেকনিশিয়ানকে বাড়িতে ডেকেছিলেন। রক্ত সংগ্রহ করার সময় তার আতঙ্কের কথা জানাতে গিয়ে ভারতী বলেন, ‘সকাল থেকে আমি কাঁদছি রক্ত পরীক্ষা হবে বলে। সারা শরীরের পরীক্ষাও করাব আমি।’

ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখলে ভয় লাগে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইনজেকশনের সিরিঞ্জ দেখলেই আমার ভয় লাগে। স্বাস্থ্য পরীক্ষা করাও জরুরি কারণ নানা রকমের খবর পাচ্ছি। আপনারাও নিজেদের জীবনযাপনের দিকে মন দিন।’

উল্লেখ্য, করোনা পরিস্থিতি আবার উদ্বেগজনক হয়ে উঠেছে, যদিও চিকিৎসকরা জানিয়েছেন, এই ভ্যারিয়েন্ট ততটা বিপজ্জনক নয়। কিন্তু নিজের শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন ভারতী। ব্যাংক থেকে ফেরার পথেও একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন ভারতী।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট