1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

সম্প্রীতি নষ্ট করছেন কমল হাসান, থানায় অভিযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

সম্প্রতি কন্নড় ভাষায় গান গাওয়ার প্রতিবাদ করে বিপাকে পড়েছিলেন ভারতের সংগীতশিল্পী সনু নিগম। এবার কন্নড় ভাষার উৎস নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে নিজ ভূমিতেই আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান। যার জেরে এই অভিনেতার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। 

ভারতীয় গণমাধ্যমের খবর, কর্ণাটক রক্ষণা বেদিকে সংগঠন অভিনেতার নামে থানায় অভিযোগ করেন। শনিবার চেন্নাইয়ে একটি ছবির প্রচারে গিয়ে কমল হাসান দাবি করেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। তার এই মন্তব্যের পরই দক্ষিণী রাজ্যে ক্ষোভ এবং বিতর্কের সৃষ্টি হয়।

কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী এবং সাংস্কৃতিক কর্মীরা অভিনেতাকে তার মন্তব্য প্রত্যাহার করে সরাসরি ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এমনকী কমল হাসানের বিতর্কিত মন্তব্যে সংশ্লিষ্ট রাজ্যে ঐক্যবদ্ধ কংগ্রেস এবং বিজেপিও।

কর্ণাটকের বিরোধী দলনেতা আর অশোকা বলেন, ‘কমল একজন মানসিক রোগী। আমি সরকারকে অনুরোধ করব যে কর্ণাটকে তার সমস্ত ছবি বয়কট করা হোক। না হলে তিনি মানসিক রোগীর মতোই আচরণ করতে থাকবেন।’

রাজনৈতিকমহলে জোর শোরগোল পড়ার পরই কমলের বিরুদ্ধে বেঙ্গালুরুর আরএম নগর থানায় অভিযোগ দায়ের করে কর্ণাটকা রক্ষণা বেদিকে। অভিযোগনামায় সংগঠনের সভাপতি প্রবীণ শেঠির উল্লেখ, ‘কমল হাসানের এহেন মন্তব্য অনৈতিক। এর জেরে দুই রাজ্যের মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে। জানা গেছে, এইআইআর-ও দায়ের হতে চলেছে প্রবীণ তারকার বিরুদ্ধে।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট