1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

রাজীবপুরে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন-রাজীবপুর উপজেলার জালচিড়া পাড়ার মৃত সোহরাব আলীর ছেলে নুরুল আমিন (৩৭) এবং রৌমারী উপজেলার দক্ষিণ আলগার চর এলাকার আমিনুল ইসলামের ছেলে সুলতান মিয়া (৩৮)।

রোববার (১ জুন) রাত ১১টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের মরিচাকান্দী জালচিড়া বাঁধ এলাকায় রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে এএসআই রতন মিয়ার সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন-এসআই আতিকুজ্জামান আতিক, এসআই আরমান, এসআই রোকনুজ্জামান রোকন, এএসআই জয়ন্তসহ সঙ্গীয় ফোর্স।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানে আটক দুই ব্যক্তির শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা দু’জনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল সকালে তাদের কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট