1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান সুমন (৪১) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকালে নগরীর বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোস্তাফিজুর রহমান সপুরা মিয়াপাড়া এলাকার শহিদুর রহমানের ছেলে।

 

নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, মোস্তাফিজুর রহমান ভ্যানে করে বেকারি পণ্য দোকানে দোকানে সরবরাহ করেন। সকালে এ কাজের জন্য ভ্যান নিয়ে বের হয়েছিলেন তিনি। তিনি বিসিক এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন।

 

ওসি বলেন, ‘এ ঘটনায় নিহতের স্বজনেরা মামলা করতে চান না। তাই একটি অপমৃত্যুর মামলা করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট