1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

রংপুরে এনসিপি ও জাতীয় পার্টির পালটাপালটি মামলা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

রংপুরে জাতীয় পার্টি ও এনসিপির নেতাকর্মীদের করা পালটাপালটি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। রোববার রাতে কোতোয়ালি থানায় মামলা দুটি রেকর্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মো. আতাউর রহমান।

এর আগে গত বৃহস্পতিবার নগরীর সেনপাড়ায় জাপা চেয়ারম্যানের বাড়ি ‘দ্য স্কাই ভিউতে’ হামলা, ভাঙচুর ও বাড়িতে রাখা কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় শুক্রবার রাতে কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে আসেন জাপার কয়েকজন নেতা।

মামলার বাদী হন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী। কিন্তু, সেদিন মামলা রেকর্ড না করে অভিযোগ হিসেবে নেয় থানা পুলিশ। তদন্ত করে মামলাটি রেকর্ডভুক্ত করার কথা জানানো হয়েছিল। পরে শনিবার মামলা নিতে কোতোয়ালী থানার ওসিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন জাপার কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

ওই মামলার অভিযোগে ২২ জনের নাম উল্লেখসহ আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এদিকে, শনিবার জাপার চেয়ারম্যান জিএম কাদের, সাবেক মেয়র মোস্তফাসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করেন এনসিপির রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন। অভিযোগে তিনি বলেন, ‘জাতীয় পার্টির অপতৎপরতা রুখে দাঁড়াও ও মামলার আসামি ফ্যাসিস্টের দোসর জিএম কাদেরকে গ্রেফতার করো’ দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়া চৌরাস্তা মোড়ের দিকে যাবার সময় জাপার চেয়ারম্যানের নির্দেশে তার সমর্থকরা হামলা চালায়। এ সময় তাদের চারজন নেতাকর্মী আহত হন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, ‘জাতীয় পার্টি ও এনসিপি নেতার করা দুটি মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট