1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

বিচারাঙ্গনে কোনো মাফিয়াচক্রের সিন্ডিকেট থাকবে না : অ্যাটর্নি জেনারেল

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
বিচারাঙ্গনে কোনো মাফিয়াচক্রের সিন্ডিকেট থাকবে না : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, ‘বিচারাঙ্গনে কোনো মাফিয়া থাকবে না, কোনো চক্রের সিন্ডিকেট থাকবে না।’তিনি বলেছেন, ‘সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং সৈয়দ মাহমুদ হোসেনদের মতো কুলাঙ্গাররা ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে ভোটের অধিকার হরণ নিশ্চিত করেছিলেন।’

ঝিনাইদহের শৈলকুপায় সপ্তাহব্যাপী কয়েকটি সভা ও সেমিনারে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এসব কথা বলেন।

‘বাংলাদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না।

আমরা দায়িত্ব নিয়েছি, আপনাদের গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা, তাকে দিতে পারবেন।’অ্যাটর্নি জেনারেল জানান, তিনি প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। এ লড়াইয়ে সফলও হচ্ছেন।

তিনি বলেন, ‘শৈলকূপায় এখন যে উন্নয়নের কাজ চলছে, তা আপনাদের করের টাকায়। এ উন্নয়ন কাজে যদি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত হন, তবে তথ্য দেবেন।
শৈলকুপার চলমান উন্নয়নকাজে কাউকে দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না। দুর্নীতি করলেই তাকে শাস্তি পেতে হবে’—সতর্ক করেন তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট