1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে দুলাভাইয়ের হাত ধরে পালালো শ্যালিকা

রনজিৎ সরকার রাজ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের বিয়ের এক সপ্তাহের মধ্যে দুলাভাইয়ের সাথে শ্যালিকা পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাথে শ্বশুড়বাড়ী থেকে দেওয়া উপহারের ৩ ভরি স্বর্ণ নিয়ে গেছে ওই নববধু।

 

দুলাভাইয়ের আগের বোনের সাথে দাম্পত্য জীবনে দুটি বাচ্চা রয়েছে। জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামে এই ঘটনা।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল থানায় পৃথক জিডি ও অভিযোগ দায়ের করেছে দুটি পরিবার।

শ্যালিকার নাম তানিয়া আফরিন। রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের টাংঙ্গাগজের গ্রামের বাসিন্দা সে। দুলাভাইয়ের বাড়ী নেংটিহারা গ্রামে। রাজু নামের ওই দুলাভাইয়ের বাড়ীর পাশেই বিয়ে হয়েছিল শ্যালিকার।

জানা গেছে, কোন যৌতুক ছাড়াই গরীব পরিবারের মেয়েটি বিয়ে করেন ভানোর এক যুবক। বিয়ের দিন দেনমোহর পরিশোধ করেন পুরোটা। এরপরে তার সাথে বাসরসহ ৭ দিন সংসার করেছেন। শ্বশুড়বাড়ীতে বেড়াতেও গিয়েছিলেন।

ঈদের ছুটি শেষ হওয়ার কারণে গত ১৩ জুন ঢাকায় চলে যান তানিয়া আফরিনের স্বামী। ৭ ঘন্টায় মাথায় রাতে দুলাভাইয়ের সাথে পালিয়ে যান শ্যালিকা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট